শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

গঙ্গাচড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া উপজেলা সংবাদদাতা : রংপুর জেলার গঙ্গাচড়ায় গত শনিবার উপজেলার নির্বাচিত ১০০ জন পাট চাষীকে আধুনিক পদ্ধতিতে পাট ও পাট বীজ উৎপাদন, উন্নত পাট পচন, পাটের শ্রেণি বিন্যাস বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
প্রশিক্ষক ছিলেন উদ্যান বিশেষজ্ঞ খন্দকার মেজবাহুল ইসলাম, ঊর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক (সমন্বয়) মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ভৌমিক, রবিউল ইসলাম, আহসান হাবীব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন