কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি এলজি (পাইপগান), একটি এলজি (শটগান), ৯ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ রাউন্ড শটগানের গুলিসহ অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ভোর রাতে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করে।
আটকরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়ীয়া (দাতামা) গ্রামের মৃত ফারুক আহাম্মেদের ছেলে মো. কামরুল হাসান ওরফে রনি(৩১) এবং একই গ্রামের মো. হোসাইন এর ছেলে মোঃ সালমান ওরফে পিচ্চি সালমান(২৫)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত অস্ত্রধারী দুই শীর্ষ সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন সময়ে এই অস্ত্র ভাড়া হিসেবেও প্রদান করে থাকে। বর্তমানে আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সহিংসতা সৃষ্টির লক্ষ্যে উপরোক্ত আগ্নেয়াস্ত্র অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে বলে স্বীকার করে।
আসামীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন