শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কিউবার হোটেল বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০২২, ৭:১৮ পিএম

কিউবার জনস্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, ৬ মে কিউবার রাজধানী হাভানার সারাতোগা হোটেলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৩জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন বিদেশি রয়েছে।

কিউবার জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৬টা পর্যন্ত দুর্ঘটনায় ৪৩জন নিহত হয়েছে। এর মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং একজন গর্ভবতী নারী ছিলেন।

হাভানার ল্যান্ডমার্ক সারাতোগা হোটেলটি বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের বাইরে একটি তরল গ্যাস ট্যাঙ্ক লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

বর্তমানে কয়েকশ’ উদ্ধারকারী সম্ভাব্য জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে। সূত্র: সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন