বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নিউজিল্যান্ডে পণ্য রফতানিতে আগ্রহী বাংলাদেশ

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বাংলাদেশ রফতানিতে শুধু তৈরি পোশাক খাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। অন্যান্য খাতেও রফতানিতে এগিয়ে যেতে চায়। তাই বাংলাদেশ নিউজিল্যান্ডে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল, চামড়াজাত পণ্য রফতানি করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত গ্রাহামে মার্টনের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মার্টনে বলেন, ‘তৈরি পোশাকসহ বেশকিছু খাতে বাংলাদেশের বেশ অগ্রগতি হয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনাময়। দুই দেশের বাণিজ্যও ভালো। এটা বাড়ানো সম্ভব। দুই দেশের সুসম্পর্ক বজায় থাকলে এটা আরো বৃদ্ধি পাবে।’
২০১৫ সালের তথ্য অনুযায়ী ৩৪.৪১ বিলিয়ন ডলার রফতানি এবং আমদানি করে ৩৫.৮০ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে রফতানির তুলনায় আমদানি বেশি। তিনি বলেন, পণ্য ও বাজার বহুমুখীকরণের লক্ষ্যে
বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ জন্য সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নিউজিল্যান্ড বিনিয়োগের অন্যতম জায়গা। বাংলাদেশী ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগ করতে পারবেন।
এ দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যেসব দেশে শুল্কমুক্ত সুবিধা পাই না, সেসব দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করতে চাই। এর মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা অন্যতম। তবে রাশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য তেমন নয়। তারপরও আমরা শিগগিরই রাশিয়াতে এক লাখ মেট্রিক টন আলু রফতানি করব। -ওয়েবসাইট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন