দীর্ঘদিন করোনা শুণ্য থাকার পর খুলনায় আবারও করোনা রোগির সংখ্যা বাড়ছে। গত ১ সপ্তাহে ১৩ জন করোনা রোগি শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১ জন, ৬ মে ১ জন, ৮ মে ৩ জন, ৯ মে ২ জন, ১০ মে ৬ জন শনাক্ত হয়েছেন।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, স্বাস্থ্য বিধি মানতে অনিহা ও এবং আবহাওয়াজনিত কারণে খুলনায় সংক্রমণ বাড়ছে। ঈদে বিপুল সংখ্যক মানুষ স্থানান্তরিত হওয়াটাও করোনা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। এ অবস্থায় দ্রুত বুষ্টার ডোজ গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, গত দুই মাসে খুলনায় করোনা শনাক্ত প্রায় শুণ্যের ঘরে নেমে এসেছিল। সর্বশেষ খুলনায় গত ২৫ ফেব্রুয়ারি একজন করোনায় মারা যান। জেলায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা ব্যক্তিদের ৬৮ শতাংশকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। বুষ্টার ডোজ গ্রহণের হার সন্তোষজনক নয়। তিনি সবাইকে টিকা গ্রহণের আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন