বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
হিলি আমদানিকারক গ্রুপের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান,বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় আজ (১৫ মে) রোববার একদিন হিলি বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী (১৬ মে) সোমবার সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।
হিলি স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাফ হোসেন প্রতাব মল্লিক বলেন, আজ (১৫ মে) সরকারি ছুটি থাকায় বন্দরে পণ্য খালাস বন্ধসহ আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি ইমিগ্রশনের ওসি বদিউজ্জামান বলেন,পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন