আমন্ত্রণমূলক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দুবাইতে আছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার জাহানারা আলম ও রুমানা আহমেদ। আরও দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা যাচ্ছেন ভারতে। মেয়েদের আইপিএল খ্যাত ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ আসরের দল ট্রেইলব্লেজার্স এবারও দলে নিয়েছে সালমাকে। একই দলে সুযোগ পেয়েছেন সুপ্তাও। তাদের ভারতে ফ্র্যাঞ্চাইজি আসর খেলতে যাওয়ার কথা নিশ্চিত করেছেন সালমা। এই অলরাউন্ডারের আশা এবারও ভালো কিছু করবেন তিনি।
এর আগের বছর দুবাইতে হওয়া ভারতের ঘরোয়া ক্রিকেটের আসরে বেশ ভালো পারফর্ম করেন সালমা। চ্যাম্পিয়ন হয় তাদের দল। এদিকে দেশের বাইরের কোন ঘরোয়া টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেলেন সুপ্তা। ২৪ থেকে ২৮ মে ভারতের পুনেতে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। করোনাভাইরাসের কারণে গত আসর সংযুক্ত আরব আমিরাতে খেলা হলে এবার সব ম্যাচই হবে পুনের মাঠে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন