শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ায় হাসান শেখ প্রেসিডেন্ট নির্বাচিত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১১:১৯ এএম

হাসান শেখ মোহাম্মদ সোমালিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দীর্ঘ অপেক্ষার পর রোববার তিনি পদটি নিশ্চিত হন। তিনি ২০১২-২০১৭ সময়কালেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিদ্রোহীদের হামলার আশঙ্কায় নিরাপত্তা লকডাউনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, ৩৬ জন প্রার্থীর দীর্ঘ নির্বাচনীপ্রক্রিয়ার পর পার্লামেন্টর কর্মকর্তারা জানান, হাসান শেখ ১৬৫ ভোট পেয়ে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদকে পরাজিত করেছেন। তার মেয়াদ ২০২১ সালে শেষ হয়ে গেলেও নির্বাচন না হওয়ায় তিনি ওই পদে বহাল ছিলেন।

মোহাম্মদ আবদুল্লাহি পরাজয় শিকার করে নিয়েছেন। উল্লেখ্য, ইতালিয়ান পনিরের প্রতি আগ্রহ থাকায় তাকে ফারমাজো নামেও ডাকা হয়।

সূত্র : আলজাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন