শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় নিহত ১০০

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১১:২০ এএম

সোমালিয়ার রাজধানী মেগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ শতাধিক লোক। রোববার সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।

বিস্ফোরণের স্থান পরিদর্শন করে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, নিহতদের মধ্যে রয়েছে- সন্তানদের কোলে নিয়ে থাকা মা, চিকিৎসা নিতে আসা বাবা, যেসব শিক্ষার্থীকে পড়াশোনা করতে পাঠানো হয়েছিল তারা এবং ব্যবসায়ী।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ, যদিও প্রেসিডেন্ট ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন।

আল শাবাব সাধারণত এমন হামলার দায় স্বীকার করা এড়িয়ে যায়; যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে।

প্রথম বিস্ফোরণটি ঘটে শিক্ষা মন্ত্রণালয়ের কাছেই মেগাদিশুর ব্যস্ত জংশনে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় এবং লোকজন তাদের সাহায্য করে জড়ো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন