শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মেয়েকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে তিশা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০৩ এএম

চার মাসের মেয়েকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে গিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেইলার উৎসবে প্রদর্শন করা হবে। একারণে তিনি সেখানে গিয়েছেন। আজ কানে প্রদর্শন করা হবে ট্রেইলারটি। তিশা জানান, বিশ্ব চলচ্চিত্রের বড় প্ল্যাটফর্ম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে আমাদের ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেইলার প্রকাশ করা হবে, এটা আমাদের জন্য অবশ্যই খুশির খবর। আমরা সিনেমাটি নিয়ে সামনে আরো বেশ কিছু চলচ্চিত্র উৎসবে যাব, সে বিষয়েই আশাবাদী। উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্ম বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হবে সিনেমাটির ট্রেইলর। ভারতীয় প্যাভিলিয়নে প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন