মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মহিলা ক্রীড়া সংস্থাকে প্রধানমন্ত্রীর অনুদান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০১ এএম

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে অনুদান দিয়েছেন। যে অনুদানের পরিমাণ ১০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর দেয়া এই ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দের চেক গতকাল দুপুরে মহিলা ক্রীড়া সংস্থাকে হস্তান্তর করা হয়। এদিন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সম্মেলন কক্ষে মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি’র হাতে চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। চেক বিতরণ শেষে জাহিদ আহসান রাসেল বলেন,‘দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য আজ একটি অবিস্মরণীয় দিন। আমাদের নারী ও ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী দেশের নারী ক্রীড়াবিদদের উন্নয়নে ক্রীড়াঙ্গনের ইতিহাসে প্রথমবারের মতো ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছেন। আমি প্রধাননমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন