শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রোমান ৫০, রুবেল ৪৪তম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ১২:০১ এএম

বিশ্বকাপ আরচ্যারি স্টেজ-২ এর খেলা শুরু হয়েছে গতকাল থেকে। এদিন দক্ষিণ কোরিয়ার গুয়াংজোতে অনুষ্ঠিত রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ৭৭জন আরচ্যার কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেন। বাংলাদেশের মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৪২ স্কোর করে ৪৪তম, মো. রোমান সানা ৬৩৬ স্কোর করে ৫০তম এবং আবদুর রহমান আলিফ ৬৩৫ স্কোর করে ৫৫তম হন। নারীদের এই ইভেন্টে দিয়া সিদ্দিকী ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬২৩ স্কোর করে ২১তম স্থান পান। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, মো: রোমান সানা ও আবদুর রহমান আলিফ) কোয়ালিফিকেশন রাউন্ডে ১৯১৩ স্কোর করে ১৮টি দলের মধ্যে ১৬তম হয়। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ (মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী) ১২৬৫ স্কোর করে ২০ দলের মধ্যে ১৭তম স্থান পায়। আজ রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে নক আউট রাউন্ডের খেলায় অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন