শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আউট হয়েছেন ভোজেস!

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গতকালের আগে সর্বশেষ আউট হয়েছিলেন অ্যাডিলেড টেস্টে, আর গতকাল যখন ক্রেগের বলে তাকেই ক্যাচ দিয়ে আউট হলেন এর মাঝে কেটে গেছে রেকর্ড ১১১৭ মিনিট, অর্থাৎ ১৮ ঘণ্টা, রানও করেছেন রেকর্ড ৬১০! হোবার্টে অপরাজিত ২৬৯, মেলবোর্নে অপরাজিত ১০৬ এবার ওয়েলিংটনে আউট হওয়ার আগে করলেন ২৩৯। মৌসুমের এটি দ্বিতীয় দ্বিশতক তার। সেই তিনি হলেন অ্যাডাম ভোজেস। গককাল সাথে উসমান খাজার শতকে (১৪০) ওয়েলিংটন টেস্টের লাগাম বেশ শক্তভাবেই হাতে নিয়েছে অস্ট্রেলিয়া। অথচ ম্যাচটি ব্রান্ডন ম্যাককালামেরও হতে পারত। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে বিদায়ী সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসের (০) মত দ্বিতীয় ইনিংসেও ব্যার্থ হলেন ম্যাক। আউট হলেন ১০ রান করে। আক্ষেপটা আরো বেড়েছে দিনের শেষ বলে আউট হওয়ায়।
গত বছরই ৩৬ বছর বয়সে অজিদের হয়ে সাদা জার্সি গায়ে চড়ান ভোজেস, যে বয়সে ব্যাট প্যাড তুলে রাখেন সবাই। এই জন্যেই সম্ভবত রান সংগ্রহে এত তাড়া। এরই মধ্যে ১৯ টেস্টে তার ব্যাটিং গড় ৯৭.৪৬! সমসংখ্যক ম্যাচে রানের গড়ে একমাত্র তার ওপরে আছেন ১০২.৫৬ গড়ে ডন ব্রাডম্যান। এক ভোজেস তোপেই গতকাল অল আউট হওয়ার আগে ৫৬২ রানের পাহাড় গড়ে অজিরা। জবাবে গাপটিল (৪৫) ও লাথামে (৬৩) শুরুটা ভালো করলেও দিনশেষে ১৭৮ রান তুলতে ৪টি উইকেট হারানোয় পিছিয়ে পড়েছে কিউইরা। এখনো বাকি ২ দিন। জয়টা এখন অজিদের জন্য সময়ের ব্যাপারই মনে হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন