শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোচ অধিনায়কের কথায় বদলে গেছে ভাইকিংস

শামীম চৌধুরী, চট্টগ্রাম থেকে : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্রথম ম্যাচে মোহাম্মদ নবীর অফ স্পিনে (৪/২৪) চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আসর শুরু করেছে চিটাগাং ভাইকিংস। চলমান আসরে বিপিএলে চিটাগাং ভাইকিংসের প্রথম জয়ে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সেই নবীর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে শেষ ওভার ট্রাজেডিতে চিটাগাং ভাইকিংসের কাছে হারে অপবাদটা লেগেছে সেই মোহাম্মদ নবীর গায়ে! বোলিংয়ে অবদান রাখা মোহাম্মদ নবী’র অল রাউন্ড (৮৭ রান এবং ১/২৪) পারফরমেন্সে গতকাল হারের বৃত্ত ভেঙেছে চিটাগাং ভাইকিংস। তার টুয়েন্টি-২০ ক্যারিয়ার সেরা ৩৭ বলে ৮৭ রানের ইনিংসটাই দু’দলের মধ্যে তৈরি করেছে ব্যবধান!
জয়ের খুব কাছাকাছি এসে ৩টি ম্যাচ হাত থেকে ফসকে যাওয়ার পর খোলস থেকে বেরিয়ে এলো কিভাবে চিটাগাং ভাইকিংস ? এটাই প্রশ্ন। কোচ সালাউদ্দিন এবং অধিনায়ক তামীমের একটি কথাতেই বদলে গেছে দলের চিত্র, ম্যাচ শেষে মিডিয়াকে তা জানিয়েছেন চিটাগাং ভাইকিংসের আফগান তারকা মোহাম্মদ নবীÑ ‘টানা চার ম্যাচ হারের পর জয়ে ফেরা আসলেই কঠিন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোচ এবং অধিনায়ক বলেছেন, তোমরা সবাই নিজের খেলাটা খেল, ১০০ পার্সেন্ট দিতে চেষ্টা কর। প্রথম ৬ ওভারে আমরা বেশ ক’টি উইকেট হারালেও শুরুটা দারুণ করেছি। ইনিংসের মাঝপথে আমরা আমাদের খেলাই খেলায় দারুণ একটি টোটাল পেয়েছি।’  
স্কোরশিটে ৬৮ উঠতে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ১৯০ পর্যন্ত টেনে নিতে পেরেছে চিটাগাং ভাইকিংস। পরিকল্পিত ব্যাটিংয়ে তা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নবীÑ ‘পীচটাও ব্যাটিংয়ের জন্য ছিল দারুন। আমাদের টার্গেট ছিল ১৬০ থেকে ১৭০। যদি হাতে উইকেট থাকে, তাহলে শেষ দিকে এসে হিট করব, এটাই ছিল আমাদের লক্ষ্য। ১৭তম ওভার শেষ হওয়ার পর যতো বেশি রান নিতে পারি, সে চেষ্টাই করেছি।’
চিটাগাং ভাইকিংসের ২টি জয়ের ২টিতেই ম্যান অব দ্য ম্যাচে দারুণ অনুভুতি নবীরÑ ‘দলের জয়ে পারফর্ম করতে পেরে ২ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছি, তাতে আমি দারুন খুশি।’ স্কোরকার্ডে ১৯০/৫ স্কোর দেখেই জয়ের আবহ পেয়েছে চিটাগাং ভাইকিংস, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন নবীÑ ‘আমাদের পরিকল্পনা ছিল লাইন এবং লেন্থে বল করা। এভাবে বোলিং করায় এক পর্যায়ে এসে যখন ওভারপ্রতি ১১ করে দরকার হয়েছে তাদের। যা আসলেই ছিল কঠিন।’
আইসিসি’র সহযোগি সদস্য দেশ বলে আফগানিস্তান ক্রিকেটারদের বড় প্রতিপক্ষদের বিপক্ষে খেলার সুযোগ হয় না তেমন। বিপিএল টি-২০তে খেলার সুযোগ পেয়ে আফগান ক্রিকেটাররা এই লেভেলের ক্রিকেটে দিচ্ছে সামর্থের প্রমান। তা মনে করছেন নবী নিজেওÑ ‘জিম্বাবুয়ের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে সিরিজ জিতেছি আমরা। টি-২০ বিশ্বকাপেও করেছি পারফর্ম। আমাদের বেশ ক’জনের সামর্থ আছে বড় পরিসরের লিগে ভাল খেলার।’
ডেথ ওভারের বোলিং রাজশাহী কিংসের কপালে ফেলে দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ, চিটাগাং ভাইকিংসের কাছে ১৯ রানে হেরে সে মূল্যায়ন দলটির রাজশাহী কিংসের ইংলিশ অল রাউন্ডার সামিট প্যাটেলেরÑ ‘হোক না ব্যাটিংয়ের জন্য দারুন উইকেট, তবে ১৯০ রান অনেক। ডেথ ওভারে আমাদের বোলিং ভাল হয়নি। এই জায়গাটাতেই শিখতে হচ্ছে। ডেথ বোলিংয়ে আমাদের অনভিজ্ঞতাও দেখলাম। আজ রাজু যে বোলিং করেছে, তার চেয়ে বেটার বোলার সে।’ ১৯০ চেজ করতে এসে বড় একটি পার্টনারশিপের প্রয়োজন মেটাতে পারেনি কোন জুটি,এটাকেও হারের কারণ হিসেবে দেখছেন সামিট প্যাটেলÑ ‘১৯০ চেজ করতে এসে অন্ততঃ একজনকে ৭০-৭৫’র কাছাকাছি স্কোর করতে হতো। পার্টনারশিপেরও দরকার ছিল। দারুন শুরুর পরও পার্টনারশিপ পাইনি, একজন সেট ব্যাটসম্যানের দরকার ছিল শেষ পর্যন্ত থাকা, তাও পাইনি।’ দু’দলের মধ্যে ব্যবধান গড়েছেন মোহাম্মদ নবী, তা মনে করছেন সামিট প্যাটেলÑ ‘নবী এবং ছোট ছেলেটি (বিজয়) দারুন খেলেছে। তবে আমার দৃষ্টিতে প্রকৃত ম্যাচ উইনার নবী। আজ তাদের ফিল্ডিংও তুলনামুলক ভাল হয়েছে।’
টানা ২ ম্যাচ হেরে যাওয়ার পরও ইতিবাচক কিছু পেয়েছে রাজশাহী কিংস, তাতেই দারুনভাবে ফেরার স্বপ্ন দেখছেন সামিট প্যাটেলÑ ‘আমরা হেরেছি ঠিকই, তবে আমরা কিন্তু ১৭০ স্কোর করেছি। আমাদের দলে বেশ ক’জন ম্যাচ উইনার আছেন। আমাদের সামনে অনেকগুলো ম্যাচ পড়ে আছে, তাই আমরা বিশ্বাস করছি শেষ চার এ কোয়ালিফাই করা আমাদের পক্ষে সম্ভব।’

সংক্ষিপ্ত স্কোর
চিটাগং ভাইকিংস: ১৯০/৫ (তামিম ৫, স্মিথ ৩৪, এনামুল ৫০, এলিয়ট ৮, জহুরুল ২, নবি ৮৭*, নাজমুল ১*; রেজা ১/৪৪, মিরাজ ১/১৮, হাসান ১/৪৭, প্যাটেল ২/২১, সিরিবর্ধনে ০/২৯, স্যামি ০/৩০)।
রাজশাহী কিংস: ১৭১/৯ (মুমিনুল ২২, জুনায়েদ ৩৮, সাব্বির ৪৬, আকমল ২১, প্যাটেল ৬, স্যামি ১৪, সিরিবর্ধনে ৪, মিরাজ ২, রেজা ৯, নুরুল ৩*, হাসান ৫*; নবি ১/২৪, মাহমুদুল ০/৩৩, তাসকিন ৫/৩১, ইমরান ২/২৮, সাকলাইন ০/৩২, এলিয়ট ১/২৩)।
ফল: চিটাগং ভাইকিংস ১৯ রানে জয়ী।
ম্যাচ সেরা: মোহাম্মদ নবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন