শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ পালনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রাবি রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

 ’৬৯-এর গণঅভ্যুত্থানে নিহত দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ড. শামসুজ্জোহার মৃত্যুর দিনকে (১৮ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার আগামী বৈঠকে প্রস্তাব উত্থাপন করবেন বলেও জানান তিনি। গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ড. শামসুজ্জোহা ’৬৯-এর গণঅভ্যুত্থানে নিজের রক্ত ঢেলে আন্দোলনকে বেগবান করেছিলেন। তার অবদান ও আত্মত্যাগের কথা ভুলে যাওয়ার নয়। ড. জোহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যুর দিনকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য আমি মন্ত্রিসভায় প্রস্তাব তুলব। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীও আমার সঙ্গে একমত হবেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভার আয়োজন করে রাবি শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. শহীদুল্লাহর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম ঠা-ু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন