স্পোর্টস ডেস্ক : মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে নিজের বিশ্ব রেকর্ড ভেঙেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন কেটি লেডেকি। টেক্সাসের অস্টিনে প্রো সুইম সিরিজে আট মিনিট ৬.৬৮ সেকেন্ড সময় নেন ১৮ বছর বয়সী মার্কিন এই সাঁতারু। ২০১৫ সালে রাশিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে আট মিনিট ৭.৩৯ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন লেডিকি। ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রায়ান লোকটিকে হারিয়ে সেরা হয়েছেন মাইকেল ফেলপস। এক মিনিট ৫৮ সেকেন্ড সময় নেন ৩০ বছর বয়সী এই কিংবদন্তি সাঁতারু। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর প্রথমবারের মতো এই ইভেন্টে লোকটিকে হারালেন রেকর্ড ১৮টি অলিম্পিক সোনা জয়ী ফেলপস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন