সাতক্ষীরার কালিগঞ্জে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোছাঃ রাবেয়া খাতুন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মোছাঃ রাবেয়া খাতুন একই উপজেলার কালিকাপুর গ্রামের আবদুস সামাদের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন মামলায় হাজিরা দেয়ার জন্য একটি ভাড়ায় মোটর সাইকেলে আদালতে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭টার দিকে কালিগঞ্জ উপজেলাধীন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কের কালিগঞ্জ ডিগ্রী কলেজের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটর সাইকলের সাথে তাকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন রাবেয়া খাতুন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন