জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যগুদামে উদ্ধোধনের মধ্য দিয়ে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে সরিষাবাড়ী খাদ্য গুদামে এ ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। সরিষাবাড়ী উপজেলায় এ বছর ২ হাজার ৪৬৭ মেট্রিক টন ধান ও ১ হাজার ৯৯৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমুল্য ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার মাহবুবুর রহমান, ব্যবসায়ী রাজু আহম্মেদ, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন