শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইসিএমএবির কস্ট অডিট কর্মশালা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:৪৭ পিএম

অর্থনৈতিক রিপোর্টার : দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) দুই দিনব্যাপী কস্ট অডিট বিষয়ক একটি কর্মশালা শেষ হয়েছে। গত শুক্রবার রাজধানীর নীলক্ষেতের আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় আইসিএমএবির সভাপতি আরিফ খান এফসিএমএ উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন। কর্মশালায় ভারতের অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত প্রধান উপদেষ্টা (কস্ট) ভারত ভূষণ গয়াল ও আইসিএ ইন্ডিয়ার কাউন্সিল সদস্য রাজু ইয়ার পিচুমানি দেশের ওষুধ শিল্প, ইউরিয়া সারকারখানা, বিদ্যুৎ ও রিয়েল এস্টেট শিল্পের ওপর কস্ট অডিট বিষয়ে আলোচনা করেন।
ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও কস্ট অডিট অ্যান্ড প্রফেশনাল সার্ভিস কমিটির চেয়ারম্যান এম আবুল কালাম মজুমদার এফসিএমএ তার বক্তব্যে উল্লেখ করেন, সরকারি এবং বেসরকারি উৎপাদনমুখী প্রতিষ্ঠানসমূহে উপযুক্ত কস্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অডিটের বাস্তবায়ন প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। তিনি বলেন, কস্ট অডিট বাস্তবায়নের জন্য কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা অপরিসীম। এই স্ট্যান্ডার্ড ব্যবহারকারী, নিয়ন্ত্রক, সরকার, গবেষক ও শিক্ষাবিদদের পরিব্যয়ের শ্রেণীবিন্যাস পরিমাপ ও বিভাজনের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে দিকনির্দেশনায় স্ট্যান্ডার্ডের প্রয়োজন। আইসিএমএবির সদস্য ও শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। ইনস্টিটিউটের সচিব মো: আবদুর রহমান খান এফসিএমএ ধন্যবাদ বক্তব্য প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন