শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শিরোপা জিতে ইতিহাস গড়লেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৫:১২ এএম

ফাইনালের আগে রিয়ালের কোচ জানিয়েছিলেন, লিভারপুলের যদি প্রতিশোধ নেওয়ার থাকে, তবে রিয়াল মাদ্রিদেরও আছে। শেষ পর্যন্ত ১৯৮০-৮১ মৌসুমে প্যারিসের সেই হারের শোধ ঠিকই নিয়েছে রিয়াল। আর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন কোচ কার্লো আনচেলত্তিরও।

শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে ৫৯ মিনিটে এক মাত্র গোল (১-০) হারায় রিয়াল। গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। এই প্যারিসেই চার দশকের বেশি সময় আগে রিয়ালকে ঠিক এই স্কোরলাইনে হারিয়েই উৎসবে মেতেছিল লিভারপুল। এবার তারা ফিরল একরাশ বিষন্নতা নিয়ে।

এ নিয়ে ১৪তম বারের মতো ইউরোপ সেরার মুকুট জিতল রিয়াল। প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন আনচেলত্তি। এই ফাইনালের আগে আনচেলত্তির সঙ্গে সর্বাধিক তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ছিলেন রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন