মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বিএসজেসি টিটিতে চ্যাম্পিয়ন রুমেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০১ এএম

ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস কার্নিভালের টেবিল টেনিস (টিটি) ডিসিপ্লিনে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক জনকন্ঠের ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য রুমেল খান। রানার আপ হন দৈনিক মুখপাত্রের ক্রীড়া সম্পাদক ও বিএসজেসির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম। গতকাল দুপরে জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে অনুষ্ঠিত টিটির ফাইনালে রুমেল ২-০ সেটে শামীমকে হারিয়ে সেরা হন। এই ডিসিপ্লিনে তৃতীয় হয়েছেন আরটিভির ক্রীড়া সাংবাদিক ও বিএসজেসির সদস্য আব্দুল গফুর অরন্য। খেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় টিটি দলের প্রধান কোচ ও সাবেক খেলোয়াড় মোহাম্মদ আলী। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় টিটি দলের তারকা খেলোয়াড় সোনাম সুলতানা সোমা। এসময় বিএসজেসি’র সিনিয়র সহ-সভাপতি ও স্পোর্টস কার্নিভালের আহবায়ক জাহেদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং যুগ্ম সম্পাদক ও স্পোর্টস কার্নিভালের সদস্য সচিব মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। দেশের ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র ব্যবস্থাপনায় আয়োজিত এবারের ফেস্টিভালে মোট পাঁচটি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো- দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং। আজ দুপুর ১২টায় জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ক্যারম খেলা অনুষ্ঠিত হবে। কার্নিভালের বিভিন্ন ডিসিপ্লিনে বিজয়ীদের ক্রেস্টসহ প্রথমবারের মতো অর্থ পুরস্কারও দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন