ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় নাসিরনগর পূর্বপাড়ার মোঃ ইউসুফ খন্দকারের ছেলে বিল্লাল খন্দকার মারা গেছে।তার মোটরসাইকেলের পেছনে থাকা নাসিরনগর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ তমাল মিয়া মূমুর্ষ অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তমাল অনেকটা শংকামুক্ত বলে জানা গেছে।
জানা গেছে সোমবার রাত আনুমানিক ১১ ঘটিকার সময় কলেজ ছাত্রলীগের ছেলেরা মোটর সাইকেল নিয়ে তিলপাড়া মোড়ে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর কারনে ও চালক মোটর সাইকেলের গতি কন্ট্রোল করতে না পারায় মোটর সাইকেলটি উল্টে খালের নীচে পড়ে দুমড়ে মুচকে যায়। এ সময় মোটর সাইকেল চালক মোঃ বিল্লাল খন্দকার ও তার মোটর সাইকেলের পেছনে থাকা নাসিরনগর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ তমাল মিয়া মারাত্বক আহত হয়। আহত বিল্লাল খন্দকার কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে মোরাদ গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। অপরদিকে তমাল রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন বরেছে বলে নাসিরনগর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবির ইসলাম বাপ্পী জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন