শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রবির সাথে আইআইইউসির কর্পোরেট চুক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৬, ১২:২৯ এএম

স্টাফ রিপোর্টার : মোবাইল ফোন অপারেটর রবির কর্পোরেট গ্রাহক হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম। কর্পোরেট সল্যুশনস, ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম, ডিজিটাল এডভারটাইজমেন্ট সল্যুশন মোবিরিচের মতো বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে মোবাইল ফোন অপরেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি সই করেছে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সব শিক্ষক ও শিক্ষার্থীরা অফারটি উপভোগ করতে পারবেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. দেলোয়ার হোসেন ও রবির এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসির রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ নুরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. শফি উদ্দিন, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর এ জেড এম ওবায়দুল্লাহ, কন্ট্রোলার অব এক্সামিনেশন জাহেদুর রহমান, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স ডিরেক্টর তৌফিকুর রহমান ও পাবলিক রিলেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোস্তাক খন্দকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন রবির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ, জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী ও কি অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন