শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জয়ের স্বপ্ন নিয়ে ক্যারিবিয়ায় জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০০ এএম

দেশের মাটিতে চেনা মাঠ, কণ্ডিশনেও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের ক্ষত এখনও দগদগে। সিরিজের পর চরম নাটকীয়তায় বদলে গেছে অধিনায়কও। এমন বাস্তবতার সামনে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ দল। ২০১৮ সালে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল দুঃস্বপ্নের মতো। চার বছর আগের সেই স্মৃতি কিংবা সাম্প্রতিক ফর্ম, কিছুই পক্ষে নেই। তবে স্বপ্ন দেখার সাহস পাচ্ছে বাংলাদেশ। গতপরশু রাতে প্রথম ধাপে দেশ ছেড়েছে টেস্ট দল। তার আগে দলের সর্বকণিষ্ঠ সদস্য মাহমুদুল হাসান জয় জানিয়েছেন, সিরিজ জেতার চেষ্টা চালাবেন তারা। সেটা না হলে অন্তত ড্র করতে চান।
ফ্লাইট জটিলতায় এবার কয়েকভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। এদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে যাত্রা শুরু করেন জয়, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন, খালেদ আহমদ ও রেজাউর রহমান রাজা। রাত ১০টা ৪০ মিনিটে একাই ইমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ধরেন সদ্য সাবেক অধিনায়ক হয়ে যাওয়া মুমিনুল হক। আগামীকাল সন্ধ্যায় যাবেন নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজসহ বাকিরা। যুক্তরাজ্যে ছুটিতে থাকা নতুন সহ-অধিনায়ক লিটন দাস যোগ দেবেন সেখান থেকেই। নুরুল হাসান সোহান আছেন যুক্তরাষ্ট্রে, তিনিও সেখান থেকেই যুক্ত হবেন অ্যান্টিগায়।
তরুণ ওপেনার জয়ের এটিই প্রথম ক্যারিবিয়ান সফর। রোমাঞ্চটা তাই তার কাছে আলাদা। তবে যাওয়ার আগে দলের লক্ষ্যের কথাও জানাতে হয়েছে তাকে, ‘আমি আসলে একটু রোমাঞ্চিত, কারণ এটা আমার প্রথম সফর (ওয়েস্ট ইন্ডিজে), অনূর্ধ্ব-১৯ দলে (থাকার সময়) যাওয়া হয়নি। জাতীয় দলের হয়ে প্রথম যাচ্ছি। অনেক দিন আগে যাচ্ছি আমরা, চেষ্টা করব ওখানে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ভালো কিছু করতে। সবারই প্রত্যাশা থাকে আমাদের ওপর যেন আমরা ভালো করি। আমাদের চেষ্টা থাকবে সিরিজ ড্র করার বা জেতার।’
১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্টে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে তাই প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন