শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বসুন্ধরা শুটিংয়ে নৌবাহিনী চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০১ এএম

বসুন্ধরা আন্ত:ক্লাব শুটিং চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ নৌবাহিনী শুটিং ক্লাব। পাঁচদিন ব্যাপী প্রতিযোগিতা শেষে ৯৪১ স্কোর পেয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ৯২৮ স্কোরে রানার্সআপ হয় আর্মি শুটিং অ্যাসোসিয়েশন। গতকাল গুলশানস্থ বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের রেঞ্জে অনুষ্ঠিত প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের .১৭৭ এয়ার রাইফেল অপশনালে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের ইমরান খান শান্ত স্বর্ণ, বিকেএসপির সালিকিন লিখন রৌপ্য ও সাভার সেনা শুটিং ক্লাবের আল আমিন বিশ্বাস ব্রোঞ্জপদক জেতেন। মেয়েদের এই বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মঞ্জিলা আক্তার চাঁদনী স্বর্ণ, বিকেএসপি শুটিং ক্লাবের জাফিরাহ খানম চৌধুরী জ্যোতি রুপা ও নৌবাহিনী শুটিং ক্লাবের কানিজ ফাতেমা দিশা ব্রোঞ্জপদক জয় করেন। সমাপণী দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এ সময় ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সিইও এমএম জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এবারের আসরে ৪৬টি রাইফেল ও শুটিং ক্লাবের ১৬৩ জন পুরুষ ও ৮১ জন নারী শুটার অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন