শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০১ এএম

ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব শুরু হচ্ছে আগামীকাল থেকে। ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন উৎসবে ১১টি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- দাবা, ক্যারম, দৌড়, সাঁতার, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, শুটিং, আরচ্যারি, কলব্রিজ, অকশন ব্রিজ ও লুডু। খেলা চলবে দুই মাসব্যাপী। ডিআরইউ সদস্যদের পাশাপাশি তাদের সন্তান এবং ডিআরইউ স্টাফদের জন্যও থাকবে বিশেষ ইভেন্ট। গতকাল নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, দপ্তর সম্পাদক রফিক রাফি ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন