শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যৌথবাহিনীর অভিযানে বাঙ্গালহালিয়া অস্ত্রসহ জেএসএস দুই কালেক্ট আটক

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ২:০৮ পিএম

রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃত খোকা মোহন তনচংগ্যা (৪০) বান্দরবান জেলার সদর ইউনিয়ন রাজভিলা গ্রামের মৃত বিরো কুমার তনচংগ্যার ছেলে এবং অপর আটককৃত সুমন চাকমা (৩৫) রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ভাইবোনছড়া গ্রামের মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী।

চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী নেতৃত্বে থানার উপ পরিদর্শক (এসআই ) সেলিম উল্লাহ সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনী সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে গত শুক্রবার রাত ১০ টার সময় বাঙ্গালহালিয়ার ৭ নং ওয়ার্ডস্থ কাকঁড়াছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুলা গাছের নিচে হতে তাদের আটক করেন। এসময় আটক দুই সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরী ১৫.৫ ইঞ্চি এলজি কাঠের বাট ও ৪ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ওসি জানান, আটক ২ জন জেএসএস( সন্তু লারমা) দলের কালেকটর। আসামীদের বিরুদ্ধে শনিবার চন্দ্রঘোনা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রাঙামাটি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন