শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

৩১ জুলাই থেকে লঙ্কা প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০১ এএম

লঙ্কা প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরুর সময় চূড়ান্ত হয়েছে। আগামী ৩১ জুলাই মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। গতপরশু রাতে এক বিবৃতি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, আসর শেষ হবে ২১ আগস্ট। এবারের আসরে নতুন আরেকটি দল যোগ করা হবে বলে শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত তা হচ্ছে না, পাঁচ দলই থাকছে বলে নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কলম্বোয়, আর প্রেমাদাসা স্টেডিয়ামে। আর কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল হবে হাম্বানটোটায়। সব মিলিয়ে ম্যাচ হবে ২৪টি। আন্তর্জাতিক ক্রিকেটারদের ড্রাফটের নিবন্ধন খুব শিগগিরই হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা। প্রথম আসরে দলটির নাম ছিল জাফনা স্ট্যালিয়ন্স। আর গত বছর মালিকানায় বদল আসায় পাল্টে যায় নাম। আর দুবারই রানার্সআপ হয়েছিল গল গ্ল্যাডিয়েটর্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ali Hossain ১২ জুন, ২০২২, ৩:০০ পিএম says : 0
ভালোনা
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন