রাজশাহীর বাগমারায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) বেলা ১১ টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে বাবার সাথে মাছ ধরতে নামলে মৃত্যুর এ ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, শিশু মরিয়ম আক্তার তার বাবার সাথে পুকুরে মাছ ধরতে নামে। মাছ ধরার এক পর্যায়ে শিশুটির পিতা মুঞ্জুর রহমান বাড়িতে আসলেও শিশু মরিয়ম আক্তার আসেনি। পরে অনেক খোঁজা -খুঁজির পর পুকুর থেকে মৃত অবস্থায় মরিয়মকে উদ্ধার করা হয়। নিহত মরিয়ম আক্তার উপজেলার তক্তপাড়া গ্রামের বাসিন্দা। শিশুটি ভবানীগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন