শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছেন ফুটবলার-ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০০ এএম

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে বাংলাদেশ দল সাফল্য পেলেই সংবর্ধনার মাধ্যমে লাল-সবুজের ক্রীড়াবিদদের উৎসাহ দিয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। এবার সংবর্ধনা পাচ্ছেন সাফ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মারিয়া মান্ডা বাহিনী, মুজিববর্ষ অনূর্ধ্ব-১৮ ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের ছেলেরা এবং কক্সবাজারে সদ্য সমাপ্ত ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। ১৯ জুন গণভবনে এই সংবর্ধনা দেবেন দেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী।
২০২০ সালের নভেম্বওে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুজিববর্ষ উপলক্ষে নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জয় ও একটি ড্র করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদশে অনূর্ধ্ব-১৮ ফুটবল দল। ২০২১ সালের ডিসেম্বরে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন মারিয়া মান্ডা, আখি খাতুনরা। এছাড়া চলতি বছরের মার্চে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত চারজাতি বঙ্গবন্ধু ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল। খেলাটি গণভবন থেকে সরাসরি উপভোগ করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গণে সাফল্য বয়ে আনা এই তিনটি দলকে ১৯ জুন সংবর্ধনা দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা নিয়েই সিলেটে দু’টি প্রীতি ম্যাচ খেলতে যাবেন সাবিনা খাতুনরা। দেশের মাটিতে এই প্রথম ফিফা আন্তর্জাতিক নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ জাতীয় নারী দল। এদিকে সূত্রে জানা গেছে, সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রত্যেককে মাসিক ৫০ হাজার টাকা করে সম্মানী দেবে একটি বেসরকারী ব্যাংক। দুই বছর পর্যন্ত তারা এই সম্মানী দেবে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন