আজ মঙ্গলবার ভোরে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছে। চুকনগর হাইওয়ে থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম জানান, ভোর পৌনে ছয়টার দিকে যশোর দিকথেকে একটি বালি বোঝাই ট্রাক সাতক্ষিরা ১১-০৫৫০এর সামনে মটরসাইকেল- ভ্যান সংঘর্ষে উল্টে পড়লে ভ্যানের যাত্রী খুলনার ডুমুরিয়ার নওয়াব আলির পুত্র বিআরডিবির কর্মি আশরাফ উদ্দিন(৫০) ঘটনা স্থলে মাথা পৃষ্ট হয়ে নিহত হন। এবং ভ্যান চালক কেশবপুরের শ্রিরামপুরের আমির আলি(৫৫) গুরুত্বর আহত হলে খুমিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ ট্রাক আটক করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন