শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বন্ধের ৭ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গ্যাস সরবরাহ না থাকায় দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে সার কারখানায় উৎপাদন পুনরায় শুরু হয়েছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১৪শ’ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেচ মৌসুমে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য চলতি বছরের গত ৪ এপ্রিল আশুগঞ্জ সার কারখানা গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেয় সরকার। কারখানা চালু করতে প্রতিদিন ৪৮ থেকে ৫২ এম এম সি এফ গ্যাস প্রয়োজন হয়। দীর্ঘদিন গ্যাস সরবরাহ বন্ধের পর গত ৬ অক্টোবর আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন কারখানা উৎপাদন বন্ধ থাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও বিভিন্ন ইউনিটের যন্ত্রাংশে ত্রæটি দেখা দেয়। ত্রæটি মেরামত শেষে গতকাল সকাল থেকে কারখানার উৎপাদন পুনরায় শুরু হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ ছিল আশুগঞ্জ সার কারখানা উৎপাদন। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন যন্ত্রাংশে ত্রæটি দেখা দেয়ায় মেরামত শেষে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়। তবে কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকট দেখা দেয়নি এবং সার সরবরাহ ছিল স্বাভাবিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন