সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্যাটিং নিয়ে দুর্ভাবনায় মাহমুদউল্লাহ

শামীম চৌধুরী, চট্টগ্রাম থেকে : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

 টুয়েন্টি-২০ ব্যাটসম্যানদের ম্যাচ। অথচ, খুলনা টাইটান্সের ক্ষেত্রে বিপরীত রূপটাই দেখছে দর্শক। ৭ ম্যাচে ৫ জয়ে পয়েন্ট তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে। অথচ, এই দলটিই কিনা নেট রান রেটে এখনো মাইনাস (-০.২৮২)। ১৪০ ওভার ব্যাট করে দলটি করেছে ৮৮১ রান, সেখানে প্রতিপক্ষ দলগুলো ১২৭ ওভারে করেছে ৮৩৫ রান! ওভারপ্রতি রান করেছে তারা মাত্র ৬.২৯! ৭ ম্যাচ পার করেও ২শ’ করতে পারেনি কেউ। শেষে তিন অংকের নাগাল পেয়েছেন মাত্র তিন ব্যাটসম্যান। মাহামুদুল্লাহ ১৬৮ (গড় ২৪.০০) ওয়েসেলস ১৩২ (২৬.৪০) এবং আরিফুল ১০১ (গড় ২৫.২৫)। দলে থেকেও না থাকার মতো আছেন শুভাগতহোম (৬ ম্যাচে ৫৮, গড়৯.৬৬)! টাকা খরচা করেও নির্ভরতা দেয়ার মতো বিদেশি ব্যাটসম্যান পাচ্ছে না টাইটান্স। উইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান ৫ ম্যাচে করেছেন সর্বসাকুল্যে ৭১ রান (১৪.২০), আর এক ক্যারিবিয়ান আন্দ্রে ফ্লেচার সেখানে ৪ ম্যাচে করেছেন মাত্র ৫৫ রান (১৩.৭৫)!
দলটি হয়ে পড়েছে পুরোপুরি বোলিংনির্ভর। দুই পেস বোলার শফিউল (১৩ উইকেট), জুনায়েদের (১১ উইকেট) পাশে আছেন ২ স্পিনার মোশারফ রুবেল (৭ উইকেট), মাহামুদুল্লাহ (৮ উইকেট)। চলমান আসরে যেখানে প্রথমে ব্যাট করে ১৬০ প্লাস স্কোর হয়েছে ৯টি, সেখানে সর্বোচ্চ ১৫৭/৭ স্কোর করেছে খুলনা টাইটান্স। ১২৭/৭ স্কোর করে জয়ের অতীত আছে দলটির। আবার আসরে সর্বনি¤œ ৪৪ রানে অল আউটের লজ্জাও পেতে হয়েছে দলটিকে। গত পরশু যেখানে ১৮২ এবং ১৮৩ চেজ করে ২টি ম্যাচ জিতেছে রাজশাহী কিংস এবং চিটাগাং ভাইকিংস, একদিন পর সেই উইকেটে খুলনা টাইটান্সের স্কোর ১২৫/৭!
৭টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জেতার পরও ব্যাটিং নিয়ে তাই দুর্ভাবনার কমতি নেই দলটির অধিনায়ক মাহামুদুল্লাহ’রÑ‘অবশ্যই ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিং নিয়ে চিন্তাটা বেশি। বেশ কয়েকটা ইনিংসে আমরা দল এবং ব্যাটিং অর্ডার পরিবর্তন করেছি, কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছে না। একটা ম্যাচে যদি আমরা ভালো একটা ফ্লো পাই তাহলে টপ অর্ডার ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসটা বাড়বে।’
গতকাল ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট পেয়েও কেন ১২৫ এ থামতে হবে, তা মানতেই পারছেন না মাহামুদুল্লাহÑ ‘উইকেটটা ভালো ছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। আরো আক্রমণাত্মক থাকা উচিত। কারণ প্রথম ৬ ওভার অনেক গুরুত্বপূর্ণ। আজ (গতকাল) যে উইকেট পেয়েছি, তা ১৬০ রানের উইকেট ছিল।’ রংপুরের বিপক্ষে ২ মুখোমুখি লড়াইয়ে দু’বারই আত্মসমর্পণ করতে হয়েছে। গ্যাপ দেখে খেলতে না পারায় গতকাল হারতে হয়েছে বলে মনে করছেন মাহামুদুল্লাহÑ ‘কোন স্পিনারকে কীভাবে খেলতে হবে, কোন গ্যাপে খেললে ভালো হবে, ওটা হয়তো আমরা করতে পারিনি।’
রংপুরের বিপক্ষে প্রথম সাক্ষাতে ৪৪ এ অল আউটের দুঃসহ অতীতটা অবচেনতমনেই ঘুরপাক করেছে মাথায়। সেটাকেও কারণ হিসেবে দেখছেন মাহামুদুল্লাহÑ ‘যেদিন রংপুরের সঙ্গে আমরা সর্বনিম্ন রানে অলআউট হই, সেদিন টিমমেটদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম, বিষয়টা যেন আমরা ভুলে না যাই, মনে রাখলেই ভালো। তাহলে হয়তোবা আমরা শিক্ষা নিতে পারব। যদি ভুলে যাই, একই ভুল হয়তো আবার করতে পারি। যদি আমরা আজ (গতকাল) ১৪০ প্লাস করতে পারতাম, তাহলে হয়তোবা ভিন্ন কিছু হতে পারত। আমাদের বোলিং ইউনিট তো খুব ভালো বোলিং করছে। ব্যাটিং ইউনিটে যদি আমরা আরেকটু ভালো করতে পারি, তাহলে আমাদের কম্বিনেশনটা আরো ভালো হবে।’
মারতে যেয়ে আউট হচ্ছে ব্যাটসম্যানরা, দুর্ভাগা বলেই এমনটা হচ্ছে বলে মনে করছেন মাহামুদুল্লাহÑ ‘আমাদের দলে হিটার ব্যাটসম্যান তো আমাদের খারাপ নয়। আন্দ্রে ফ্লেচার ভালো হিটার, রিকি উইসেলসও ভালো মারতে পারে। মজিদ গত দুই বছরে ভালো স্কোর করেছে, প্রিমিয়ার লিগে খুব ভালো ব্যাটিং করেছে। দুর্ভাগ্যক্রমে হয়তো ক্লিক করছে না। হাসানুজ্জামান বেশ কয়েকটা ম্যাচে ভালো শুরু করেছিল, ইনিংস ক্যারি করতে পারেনি।’ ৭ ম্যাচে ৫ জয়ে এখন সুবিধাজনক থাকায় দলটি অবশিষ্ট ৫টি ম্যাচ থেকে অন্তত ২টি তে চায় জিততে, অধিনায়ক মাহামুদুল্লাহ সে লক্ষ্যের কথাই জানিয়েছেনÑ ‘এই পর্যন্ত আমরা বেশ ভালো খেলছি। কারণ সাত ম্যাচে আমরা পাঁচটা জয় পেয়েছি। আরো আমাদের পাঁচটা খেলা আছে। চেষ্টা থাকবে আরো দুই তিনটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে প্রথম পর্ব শেষে ভালো একটা অবস্থায় থাকতে পারব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন