রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ল্যান্ডিং-এমেকায় শেখ জামালের স্বস্তি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব চট্টগ্রাম ভেন্যুতে আরো একটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচটিতে শেখ জামাল ফেনী সকার ক্লাবকে ২-১ গোলে হারায়। বিজয়ী দলের এমেকা ও ল্যান্ডিং এবং ফেনী সকারের হিমু গোল করেন। এ জয়ে শেখ জামাল ১৬ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনীর সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ফেনী সকার ১০ পয়েন্ট নিয়ে সর্বনি¤েœ রয়েছে। এর আগে ময়মনসিংহ ভেন্যুতে শেখ জামাল ৩-১ গোলে ফেনী সকারকে হারিয়েছিল। গতকাল ফেনী সকার ক্লাবের বিরুদ্ধে শেখ জামালের ভাগ্য সহায়ক ছিল বলেই ১৬তম ম্যাচটি জয়ের মুখ দেখতে পেয়েছে। ফেনী সকার ক্লাব এক গোলে এগিয়ে থেকেও তাদের হজম করতে হয়েছে দুই গোল। এছাড়া ফেনী সকারের চারমিন প্রথমার্ধে নিশ্চিত একটি গোলের সুযোগ হাতছাড়া এবং তার আরেকটি হেড সাইডবারে লেগে ফেরত না এলে খেলার ফলাফল অন্যরকম হতে পারত। খেলার শুরুতেই ২ মিনিটে ফেনী সকার নিশ্চিত গোলের সুযোগ হারায়। এসময় বক্সের ভেতর ফাঁকায় দাঁড়ানো স্ট্রাইকার চারমিন বল পেয়ে গোলপোস্টে শট নিতে পারেনি। ২৯ মিনিটে গোলের দেখা পায় ফেনী সকার। সাদ্দামের পাস থেকে হিমুর কোনাকুনি শট প্রতিপক্ষের গায়ে লেগে বল জালে ঠাঁই নেয় (১-০)। প্রথমার্ধের ইনজুরি টাইমে শেখ জামালের এমেকা গোল করে খেলাটি সমতায় নিয়ে আসেন। ডান প্রান্ত থেকে ল্যান্ডিং বল নিয়ে ঢুকে মাইনাস করলে এমেকা টোকা দিয়ে গোল করেন (১-১)। ৭৬ মিনিটে এমেকার চমৎকার বাড়িয়ে দেয়া বল ল্যান্ডিং গোল করে দলকে আনন্দের উপলক্ষ এনে দেয়। পিছিয়ে পড়ে ফেনী সকার আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে।
দিনের অপর ম্যাচে বিজেএমসির সাথে ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচের ৬৮ মিনিটে গোল করে শেখ রাসেলকে এগিয়ে দেন ইকাঙ্গা। শেষ বাঁশি বাজার ঠিক তিন মিনিট আগে বিজেএমসিকে স্ব্স্তির সমতায় ফেরান শাহেদ। উত্তাপহীন ম্যাচে ইনজুরি সময়ে কিছুটা উত্তেজনা ছড়ায় মাঠের বাইরের একটি ঘটনা। ম্যাচ অফিসিয়াল ফোর্থম্যান রেফারি জিএমসি নয়নের সাথে বাগি¦তÐার একপর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান বিজেএমসির ম্যানেজার আরিফুল হক চৌধুরী লিয়ন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি সামাল দেয় টুর্নামেন্ট কমিটি। পরে বাকি সময় গ্যালারিতে বসে ম্যাচ দেখতে হয় আরিফকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন