শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গরমের মধ্যে গ্যাস সঙ্কটে বিপর্যস্ত ইউরোপ

মড়ার উপর খাঁড়ার ঘা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০২ এএম

নিজেদের দেয়া নিষেধাজ্ঞার কবলে পড়ে গ্যাস সঙ্কটে বিপর্যস্থ হয়ে পড়েছে ইউরোপ। এর মাঝে আবার ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে ভয়াবহ গরমের কবলে পড়েছে মহাদেশটি। ফ্রান্স, স্পেনসহ পশ্চিমের বিভিন্ন দেশকে গতকাল ভয়াবহ গরম মোকাবেলা করতে হয়েছে। সপ্তাহান্তে এসব দেশে যে পরিমাণ গরম পড়ছে তা পূর্বের রেকর্ড ভেঙেছে। এ কারণে ভয়াবহ দাবানলেরও আশঙ্কা করছে ইউরোপ।
ফ্রান্সে শুক্রবার তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে গেছে। শনিবারের তীব্র গরম জুনের তাপপ্রবাহকে প্রতিনিধিত্ব করছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের আগাম প্রভাব পড়তে শুরু করেছে। আবহাওয়াবিদরা বলছেন, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন জায়গায় রোববার থেকে তাপমাত্রা কমতে পারে। তবে বজ্রঝড় আঘাত হানতে পারে।
এদিকে ফ্রান্সের সরকারি আবহাওয়া দফতরের ঘোষণায় বলা হয়েছে, শুক্রবার ১১টি এলাকায় তাপমাত্রা ইতোমধ্যে পূর্বের রেকর্ড ছাড়িয়ে গেছে। গতকাল কিছু এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছায়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালে ভিড় বাড়ছে। তিনি বিশেষ একটি হিটওয়েভ হটলাইন চালু করেছেন। স্কুল শিক্ষার্থীদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। ফ্রান্সের একজন আবহাওয়াবিদ বলছেন, দেশটিতে তাপপ্রবাহ আগেভাগেই পড়তে শুরু করেছে যা ১৯৪৭ সালের পর সর্বোচ্চ।
স্পেনে দাবানলে ইতোমধ্যে নয় হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। প্রায় দুই শ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া মধ্য স্পেনের পুও ডু ফু থিম পার্ক থেকে তিন হাজারেরও বেশি লোককে কর্তৃপক্ষ সরিয়ে নিতে বাধ্য হয়েছে। কাতালোনিয়ার বনভূমিসহ আরো কিছু এলাকার আগুন নেভাতে অগ্নিনির্বাপক দলের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আবহাওয়া পরিস্থিতিতে কাজটি জটিল হয়ে উঠছে বলে জানা গেছে। এছাড়া ইতালি, ব্রিটেনেও রেকর্ড পরিমাণ তাপদাহ চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপজুড়ে উষ্ণ তাপমাত্রা বিরাজমান। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সময়ের চেয়ে আগেভাগেই পড়তে শুরু করেছে।
এদিকে মাত্র ২০ বছরেরও বেশি সময়ে ইউরোপ মহাদেশ ১৫০০ সাল থেকে তার পাঁচটি উষ্ণতম গ্রীষ্মের অভিজ্ঞতা লাভ করেছে।
২০২১ : সবচেয়ে উষ্ণতম : ইউরোপিয়ান ক্লাইমেট চেঞ্জ মনিটরিং সার্ভিস কোপার্নিকাসের মতে গত বছর ছিল ইউরোপের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল। ২০২১ সালের জুলাইয়ের শেষের দিকে এবং আগস্টের শুরুর দিকে, গ্রীস সহ্য করেছে যাকে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে দেশের সবচেয়ে খারাপ তাপপ্রবাহ বলে অভিহিত করেছেন। কিছু অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ফারেনহাইট) আঘাত করে। জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটি’র মতে স্পেনে দক্ষিণের কিছু অংশে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তাপ এবং খরা ভূমধ্যসাগর বরাবর তুরস্ক এবং গ্রীস থেকে ইতালি এবং স্পেন পর্যন্ত বড় দাবানল সৃষ্টি করেছিল।
২০১৯ : উত্তর ইউরোপ ঝাঁঝরা : বেলজিয়ামের লুভেন ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ অন দ্য এপিডেমিওলজি অফ ডিজাস্টার অনুসারে, ২০১৯ সালের গ্রীষ্মে জুনের শেষের দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি দুটি তাপপ্রবাহ নিয়ে আসে, যার ফলে প্রায় ২,৫০০ লোক মারা যায়। ফ্রান্সে, ২৮ জুন দক্ষিণাঞ্চলীয় শহর ভেরার্গেসে তাপমাত্রা রেকর্ড ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যায়। ২৪ এবং ২৫ জুলাই, উত্তর ইউরোপ রেকর্ড তাপে তপ্ত হয়। উত্তর-পশ্চিম জার্মানির লিংজেনে ৪২.৬ ডি.সে., উত্তর বেলজিয়ামের বেগিজেনডিজকে ৪১.৮ ডি.সে. এবং পূর্ব ইংরেজি শহর কেমব্রিজে ৩৮.৭ ডি.সে. তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
২০১৮ : খরা দানিয়ুব নদী পানিকে নিঃশেষ করে দেয় : ২০১৮ সালের জুলাইয়ের দ্বিতীয়ার্ধে এবং আগস্টের শুরুতে ইউরোপের বেশিরভাগ অংশে খুব উচ্চ তাপমাত্রা দেখা যায় এবং খরার কারণে নদীগুলো শুকিয়ে যায়।
দানিউব কিছু অঞ্চলে ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে আসে, উল্লেখযোগ্যভাবে সার্বিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্যাঙ্কগুলো উন্মোচিত হয় যা সংঘর্ষের পর থেকে নিমজ্জিত ছিল। পর্তুগাল এবং স্পেন ব্যাপক ধ্বংসাত্মক বন আগুনের শিকার হয়েছে।
২০১৭ : মগনেসের মাস : বেশিরভাগ ইউরোপ, কিন্তু বিশেষ করে দক্ষিণে জুনের শেষ থেকে আগস্ট পর্যন্ত ভালভাবে তপ্ত হয়। স্পেন ১৩ জুলাই দক্ষিণাঞ্চলীয় শহর মন্টোরোতে ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। ক্রমাগত খরা পর্তুগালে বনের দাবানল সৃষ্টি করে।
২০১৫ : পিছনের দিকে তাপপ্রবাহ : এটি ২০১৫ সালের গ্রীষ্ম জুড়ে তাপপ্রবাহের পরে তাপপ্রবাহ ছিল, যার ফলে ফ্রান্সে আনুমানিক ১,৭০০ লোক মারা গিয়েছিল। যুক্তরাজ্যে, হিথ্রো বিমানবন্দরে তাপমাত্রা ৩৬.৭ সেন্টিগ্রেডে পৌঁছে রেকর্ডের উষ্ণতম জুলাইয়ে রাস্তা গলে যায় এবং ট্রেনগুলো বিলম্বিত হয়েছিল।
২০০৭ : গ্রীক বনে আগুন : ইতালি, উত্তর মেসিডোনিয়া এবং সার্বিয়ায় বনের দাবানলের কারণে জুন এবং জুলাই জুড়ে মধ্য ও দক্ষিণ ইউরোপ অনাবৃষ্টিতে শুকিয়ে গিয়েছিল। হাঙ্গেরিতে গরমে ৫০০ জনের মৃত্যু হয়। গ্রীসে অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল দেশের চার শতাংশ বন গ্রাস করে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন এবং পর্তুগাল সবাই আগস্টের প্রথমার্ধে ব্যতিক্রমী তাপ অনুভব করেছে, পর্তুগাল দক্ষিণে আমারেলেজায় রেকর্ড ৪৭.৩ সে. তাপমাত্রা রেকর্ড করে। তখনকার বিভিন্ন প্রতিবেদন অনুসারে, ১৬টি দেশের ওপর ইউরোপীয় ইউনিয়নের একটি সমীক্ষা সেই তাপপ্রবাহের সময় ব্লক জুড়ে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ৭০ হাজারের মতো রাখে, ফ্রান্স এবং ইতালি প্রত্যেকে ১৫ হাজার থেকে ২০ হাজারের মধ্যে প্রাণহানি দেখেছে।
ফ্রান্সে, বেশিরভাগ ভুক্তভোগী বয়স্ক ব্যক্তিরা ছিলেন এমন একটি পর্বে নিজেদের রক্ষা করার জন্য যা দেশকে আঘাত করেছিল এবং তাপপ্রবাহের সময় দুর্বল লোকদের রক্ষা করার জন্য নতুন সিস্টেম বাস্তবায়নের দিকে পরিচালিত করেছিল। সূত্র : আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন