রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কালিনিনগ্রাদে ইইউ’র নিষেধাজ্ঞা কার্যকর করল লিথুয়ানিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০২ এএম

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে লিথুয়ানিয়া তাদের অঞ্চল হয়ে রাশিয়ান ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য ট্রানজিট নিষিদ্ধ ঘোষণা করেছে। কালিনিনগ্রাদের ওই ছিটমহল মূলত রাশিয়ান বাল্টিক ফ্লিটের আবাসস্থল এবং মস্কোর পারমাণবিক সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের স্থাপনার স্থান। ন্যাটো সদস্যভুক্ত দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের মাঝে ওই রুশ ছিট্মহলের অবস্থান যেখানে রাশিয়ার সাথে কালিনিনগ্রাদের কোন স্থল সীমান্ত নেই। লিথুয়ানিয়ার এই ট্রানজিট নিষেধাজ্ঞার ফলে ইউক্রেন যুদ্ধের পর নতুন করে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হবে জানিয়ে লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় রেলসেবা জানায়, ইউরোপীয় কমিশনের নিষেধাজ্ঞা আরোপের সুনির্দিষ্ট ব্যবস্থা হিসেবে ওই ট্রানজিট নিষেধাজ্ঞা কার্যকর করা হলো। লিথুয়ানিয়ার রেল সার্ভিসের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। এদিকে কালিনিনগ্রাদের গভর্নর আন্তন আলিখানভ এক ভিডিও বার্তায় বলেন, এই নিষেধাজ্ঞার আওতায় ৪০ থেকে ৫০ শতাংশ আমদানি পন্যের উপর প্রভাব ফেলবে। এই নিষেধাজ্ঞাটি কালিনিনগ্রাদ থেকে আমদানি করে এবং লিথুয়ানিয়া হয়ে রাশিয়ায় রপ্তানি করে ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে অন্তর্ভুক্ত করবে। রাশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের ওই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কয়লা, ধাতপ পদার্থ, নির্মান সামগ্রী ও উন্নত প্রযুক্তির জিনিসপত্র। আতঙ্কিত হয়ে স্থানীয়দের জিনিসপত্র মজুদ না করার আহŸান জানিয়ে তিনি বলেন, যদি দ্রæত এই নিষেধাজ্ঞা তুলে না নেয়া সম্ভব হয় তাহলে জাহাজের মাধ্যমে রাশিয়ায় পণ্য পরিবহণের বিষয়ে আলোচনা করা হবে। আল-জাজিরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন