শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীর মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ৬:৫৪ পিএম

হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আবুল কালাম কালন (২৩) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে মেঘনা নদীর গাঙ্গোরিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম কালন জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের সিডিএসপি আশ্রয়ণ প্রকল্পের বেলাল হোসেনের ছেলে।

মাছ ধরা ট্রলারের মাঝি বাহার উদ্দিন জানান, গত ১০দিন আগে সুবর্ণচর থেকে হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যায় কালন’সহ কয়েকজন জেলে। প্রতিদিনের ন্যায় রোববার সকালে বৃষ্টির মধ্যে একটি মাছ ধরার ট্রলার নিয়ে মেঘনা নদীর গাঙ্গোরিয়ার চর এলাকায় যায় ৩৫জন জেলে। বেলা ১১টার দিকে মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায় ট্রলারে থাকা জেলে আবুল কালাম কালন। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি। তার মৃতদেহ নিয়ে অন্য জেলেরা সুবর্ণচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

পূর্ব চরবাটা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ বাড়ি আনার পর পারিবারিক ভাবে দাফন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন