শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অ‍্যান্টিগা টেস্টে ৭ উইকেটে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ৮:৩৮ পিএম | আপডেট : ৮:৪২ পিএম, ১৯ জুন, ২০২২

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ সফরেও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি বাংলাদেশ। সফরে সিরিজের প্রথম অ‍্যান্টিগা টেস্টের চতুর্থ দিন সকালে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।

ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। হারের শঙ্কা নিয়েই চতুর্থ দিন মাঠে নেমেছিল বাংলাদেশ।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টা, (স্থানীয় সময় সকাল ১০টায়) মাত্র ৩৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। নিশ্চিত জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোন উইকেট না হারিয়ে ২৫ মিনিটেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। চতুর্থ দিনে জয়ের জন‍্য এখনও ৩৫ চাই ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের চাই ৭ উইকেট।

টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে ক্যারিবীয়দের অলআউট করে ২৬৫ রানে। এতে মাথায় ওপর ১৬২ রানের লিড দাঁড়ায়। এই রান শোধ দিয়ে দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের লিড বাংলাদেশের।

নিজেরা করে ২৪৫ রান। ফলে ক্যারিবীয়দের সামনে ৮৪ রানের লক্ষ্য দাঁড়ায়। ৩ উইকেট হারিয়ে ৭ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিয়েছে তারা। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন