শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০০ এএম

ফুটবলের মতো এবার বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজ হবে দেশে। দেশের মাটিতে প্রথমবার আন্তর্জাতিক সিরিজের আয়োজন করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)। আগামীকাল ও বুধবার ঢাকার আর্মি স্টেডিয়ামে নেপালের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবেন লাল-সবুজের রাগবি দল। প্রথম দুই ম্যাচ হবে সেভেন-এ সাইড এবং পরদিন একটি ম্যাচ হবে ফিফটিন সাইড। তিন ম্যাচের মধ্যে সর্বাধিক পয়েন্ট পাওয়া দলটি চ্যাম্পিয়ন হবে। ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন নেপালের খেলোয়াড়রা। দুই দিনের টুর্নামেন্টে বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হামিম গ্রæপ দিচ্ছে ৭ লাখ টাকা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাগবি ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক ও দলের ম্যানেজার মো. সাঈদ এবং বাংলাদেশ দলের সহাকরী কোচ আবদুল কাদের সুমন। তারা জানান এই সিরিজের খেলা দেখতে এশিয়ান রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সভাপতি কায়েস আল ধালাই ঢাকায় আসছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন