রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

যাত্রা শুরু করল সায়াম সিটি সিমেন্ট

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সায়াম সিটি সিমেন্ট লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মত নারায়নগঞ্জে নিজস্ব কারখানায় ইনসি সিমেন্ট নামে সিমেন্ট উৎপাদন শুরু করল। দেশ সেরা সিমেন্ট-এ পরিণত হওয়ার লক্ষ্যে থাইল্যান্ড-এর বৃহত্তর সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান সায়াম সিটি সিমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড ২৬ জুলাই বাংলাদেশে যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায়, সায়াম সিটি সিমেন্ট প্রথমবারের মত থাইল্যান্ড থেকে আমদানিকৃত ও সেরা মানের ক্লিংকার দ্বারা ইনসি সিমেন্ট উৎপাদন করছে। থাইল্যান্ডের সায়াম সিটি সিমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড দীর্ঘ ৪৭ বছরের অভিজ্ঞতা ও নির্ভরতার মান নিশ্চিত করে আসছে। দক্ষিণ পূর্ব এশিয় দেশের বিভিন্ন স্থানে এর কার্যক্রম স¤প্রসারণের মাধ্যমে, ইতোমধ্যেই ভবন তৈরির উপকরণের জন্য ইন্ডাস্ট্রিতে কোম্পানিটি নিজের নাম প্রতিষ্ঠিত করেছে। সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড বিশ্বাস করে, ইনসি সিমেন্ট উৎপাদনের মধ্য দিয়ে এটি দেশের সেরা সিমেন্ট ব্র্যান্ড পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে একধাপ এগিয়ে গেল। এই মুহূর্তটি সায়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড তার পার্টনারবৃন্দ, স্টেকহোল্ডারবৃন্দ, ডিস্ট্রিবিউটরবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ভাগাভাগি করে নিতে চায়, পাশাপাশি এটি অদূর ভবিষ্যতের জন্য নিয়মিতভাবে সহযোগিতা ও পরামর্শ পেতে চায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন