ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সিরিয়ার সঙ্গে ইউক্রেন আর কোনো সম্পর্ক রাখবে না। কারণ, দামাস্ক মস্কোর কথায় চলছে। তারা দোনেৎস্ক এবং লুহানস্ক রিপাবলিককে বিচ্ছিন্ন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মঙ্গলবার (২৯ জুন) রাতে দৈনিক ভিডিও বিবৃতিতে এ কথা বলেছেন তিনি। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
জেলেনস্কির দাবি, ওই দুই অংশ ইউক্রেনের। রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ওই দুই অঞ্চলকে স্বাধীন বলে ঘোষণা করেছে। যারা তাকে স্বীকৃতি দিচ্ছে, ইউক্রেন তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না। সিরিয়ার বিরুদ্ধএ কড়া নিষেধাজ্ঞা জারি হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিন, প্রেসিডেন্ট জানিয়েছেন, শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের কাছে তাদের অন্তর্ভুক্তির জন্য কাগজপত্র জমা দেবে ইউক্রেন। দ্রুত এই প্রক্রিয়া সমাপ্ত বলে আশা প্রকাশ করেছেন তিনি। সূত্র : ডয়েচে ভেলে
মন্তব্য করুন