রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আমিন মোহাম্মদ হিলালি (৫৬) নামে ব্যবসায়ী। তিনি আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বাসা থেকে উত্তরা ১৩নং সেক্টরের অফিসের উদ্দেশে বের হয়ে তিনি নিখোঁজ। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টায় উত্তরার ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হন। তার অফিস উত্তরা ১৪ নম্বর সেক্টরে। বাসা থেকে বের হওয়ার পর গাড়িচালকের সঙ্গে তার কথা হয়। প্রায় ৯ মিনিট পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর থেকে হিলালির কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার।
দুদক সূত্রে জানা যায়, ব্যবসায়ী হিলালি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ৩০৪ কোটি টাকা অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলার অন্যতম আসামি। নিখোঁজ জিডির বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, ব্যবসায়ী হিলালি নিখোঁজের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। জিডি নং ৫৮। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
নিখোঁজ পরিবারের একজন সদস্য ইনকিলাবকে বলেন, আমরা র্যাব, ডিবি ও সিআইডির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আমিন মোহাম্মদ হিলালি নামে ব্যবসায়ীকে তারা আটক বা গ্রেফতার করেননি। তাকে দ্রুত উদ্ধারে আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য চেয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন