শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতকানিয়ায় দুর্ঘটনার ৫ দিন পর চালকের মৃত্যু

সাতকানিয়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ২:৪৭ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৫ দিন পর চালকের মৃত্যু হয়েছে। মোহাম্মদ সাদেক (২০) সোমবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তার মৃত্যু হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৯জুন রাত দশটার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার হাসমত আলী সিকদার দোকানের উত্তরে রোড ভিউ রেস্টুরেন্টের সামনে মুরগী বাহি একটি ট্রলি উল্টে গিয়ে ওই গাড়ির চালক লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরই এলাকার মোহাম্মদ ফজল করিম এর পুত্র মোঃ সাদেক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টার সময় তার মৃত্যু হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন