ময়মনসিংহের তারাকান্দা উপজেলার (ময়মনসিংহ -হালুয়াঘাট) মহাসড়কের বটতলা নামক স্থানে ৫ জুলাই (মঙ্গলবার)রাস্তার পাশের ডোবা থেকে বৃদ্ধ মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মরদেহটি গ্রাম পুলিশ রবি রবিদাসের মায়ের এবং গালাগাঁও ইউনিয়নের মাইলোরা গ্রামের মৃত সাধু রবিদাসের স্ত্রী ফুলজানি রবিদাসের(৬০) বলে জানা গেছে।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান,ফুলজানি রবিদাসের মরদেহটি থানা হেফাজতে রয়েছে। মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন