শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফুটবলে ব্রোঞ্জই সান্তনা

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার, গৌহাটি (ভারত) থেকে : গৌহাটি-শিলং এসএ গেমস ফুটবলে সান্তনার ব্রোঞ্জপদকই জিতলো বাংলাদেশ অলিম্পিক দল। গতকাল ব্রোঞ্জের লড়াই তারা হারিয়েছে মালদ্বীপকে। এদিন গৌহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ টাইব্রেকারে ৫-৪ গোলে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমিমাংসিত ছিলো। টাইব্রেকারেও লড়াই সমানে সমান। প্রথম চার শটেই গোল বাংলাদেশ মালদ্বীপের। অধিনায়ক আলী ফাসিরের নেয়া পঞ্চম শটটি পোস্টের উপর দিয়ে। টাইব্রেকারে বাংলাদেশের শেষ শট। ধীর পায়ে হেটে যাচ্ছেন রায়হান হাসান। গোল হলেই ব্রোঞ্জ্। মিস হলে আবার সাডেন ডেথ পর্ব। ডিফেন্ডার রায়হান আর ম্যাচের দৈর্ঘ্য বাড়াননি। গোল করে গেমসে বাংলাদেশের পদক তালিকায় একটি ব্রোঞ্জ বৃদ্ধি করেছেন। ২০১০ ঢাকা এসএ গেমসে স্বর্ণ জয়ী দলকে এবার ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে টাইব্রেকারে বাংলাদেশ দল কালে ভদ্রে উপনীত হয়। জাতীয় দল ২০০৩ সাফের পর এখন পর্যন্ত কোনো ম্যাচে টাইব্রেকার পর্যন্ত গড়ায়নি। অনুর্ধ্ব পর্যাযে সম্প্রতি সিলেটে সাফ অনুর্ধ্ব ১৬ দল টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কাকতালীয় বাংলাদেশ অলিম্পিক দল ও অ-১৬ দলের কেউই টাইব্রেকারে গোল মিস করেননি।
টাইব্রেকারে গোল যাত্রা শুরু করেন ডিফেন্সিভ মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। এর পর জনি, রুবেল,ইয়াসিন তাকে অনুসরণ করেে ছন। এবারের গেমসে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি নবীব নেওযাজ জীবন। চার ম্যাচে তিন গোল করেছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি থেকে বাংলাদেশকে লিড এনে দেন জীবন। ৩৮ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে মালদ্বীপের আলী ফাসির ম্যাচে সমতা আনেন। ৬৫ মিনিটে ফাসিরের গোলে মালদ্বীপ ২-১ গোলে লীড নেয়। চার মিনিট পর সোহেল রানার গোলে আবার ম্যাচ সমতায় ফেরে। একই দিন ফাইনালে স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছে চমক দেখানো নেপাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন