শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

দেশে এখন আওয়ামী বর্বর শাসন চলছে: ঢাকা দক্ষিণ বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ৫:৫৪ পিএম

দেশে এখন আওয়ামী বর্বর শাসন চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু। দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহনকে গতকাল বৃহস্পতিবার রাতে তার বাসা থেকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার (০৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা একথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ভয়াবহ দুঃশাসনে সাধারণ মানুষসহ বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীদের জানমালের কোন নিরাপত্তা নেই। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন বর্তমানে খুবই অসুস্থ, তাকে পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে গ্রেফতার বর্তমান ফ্যাসিবাদী সরকারের নির্মমতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত। দেশ শাসনে নজীরবিহীন ব্যর্থতা ঢাকতেই ভোটারবিহীন সরকার ধারাবাহিকভাবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। মোহাম্মদ মোহন আন্দোলন-সংগ্রামের একজন নির্ভিক সৈনিক। তিনি বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই ঈদের প্রাক্কালে তাকে গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব তাকে গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন