সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ০৩ রবিউল সানী ১৪৪৬ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরে পালিত হচ্ছে আগাম ঈদ-উল-আযহা

শেরপুর জেলা সংবাদদতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১১:৩৪ এএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের নয়টি গ্রামের একাংশ করে
পালিত হচ্ছে আগাম ঈদ-উল-আযহা। আজ সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে এসব
গ্রামে পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামায়াতে শতাধিক
করে মুসল্লী অংশগ্রহণের পাশাপাশি ১০ থেকে ২০ জন করে নারী মুসুল্লী পর্দার
আড়ালে একই জামাতের অংশগ্রহণ করেন। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে
তারা অংশ নেন প্রীতিভোজে।

আগাম ঈদ পালিত গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ
চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী
পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া
এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল। দিন দিন বাড়ছে আগাম ঈদের সংখ্যা।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার একাংশ নিজেদের
সুরেশ্বর দরবার শরিফের ভক্ত বলে দাবিদার কিছু লোক সৌদি আরব, আফগানিস্তান
ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদ পালন করে আসছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন