মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

মুক্ত ছন্দের প্রবর্তক ম্যানলি হপকিন্স

বাসন্তি কুমার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১২:০৪ এএম


কবি জেরার্ড ম্যানলি হপকিন্স ১৮৪৪ সালের ২৮ জুলাই স্টাটফোর্ডের এসেক্স-এ জন্ম গ্রহণ করেন। ১৮৮৯ সালের ৮ জুন টাইয়েডে পরলোকগমন করেন। হপকিন্স লেখা পড়া করেছেন হাইগেট বিদ্যালয়ে ও অক্সফোর্ডের বালিওল কলেজে। তিনি বার্কিংহাম বোটারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক ছিলেন। পর্র্বতীতে ১৮৮৪ সালে তিনি আয়ারল্যান্ডের রয়েল ইউনিভার্সিটির গ্রীক চেয়ারে অধিষ্ঠিত হন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই অধিষ্ঠিত ছিলেন।
হপকিন্সের বড়ো কৃতিত্ব তিনি ছন্দের বন্ধন থেকে বাহির হয়ে মুক্ত ছন্দের প্রবর্তন করেছিলেন। তাঁর কবিতায় গভীর ঈশ্বর প্রীতি প্রতিফলিত হত। তিনি ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন।
কবি জেরার্ড হপকিন্স এর বিখ্যাত কবিতা
ঞযব ডরহফযড়াবৎ ( দি উইন্ড হোভার) এর অনুবাদ
ভোরবেলায় উজ্জ্বল আলোয় দেখি মনোয়াম রাজার মতো
চকচকে মুকুটধারী বাজ পাখি হঠাৎ নিচে নামে
ঘূর্ণিবায়ুর বেগে ঘুরতে ঘুরতে ঝঁপ দেয় নিচে
উর্ধ্বাকাশে যেন ক্ষিপ্র কোন অশ্বারোহী নাইটের মতো
আহা কী উল্লাসে ক্রমে সম্মুখে আগুয়ান বাতাস ভেঙে ভেঙে
যেন অশ্বারোহী তার রেকাবে পা রেখে অর্ধবৃত্তাকারে বাতাস
ভেঙে ভেঙে চলে।
বিস্ময়ের ঝড়ো হাওয়া ক্ষিপ্র আলোড়নে সুপ্ত হৃদয়ে মোর
পাখি আনে সচল প্রকৃতির অবাধ গতিধারা।
বুনো সৌন্দর্যেরর শৌর্য ছড়ায় তার উজ্জ্বল পাখায়
এর চেয়ে বেশি ভয়াল অগ্নি প্রভা
আমার প্রভু খ্রীষ্টের দীপ্তির ঝলসানি!
তবু নেই কোন বিস্ময়, কৃষকের লাঙলের ফলায় তুলে আস্তা
গনগনে কালো কয়লায়, হে প্রভু! ঝরাও তাদের মাঝে সোনালি রক্তিমাভা।
কবি জেরার্ড ম্যানলি হপকিন্সের আরেকটি কবিতা
চরবফ ইবধঁঃু
দুই বর্ণে অঙ্কিত আকাশে যেন ডোরাকাটা গরু চরে;
যেখানে গোলাপি কালো বর্ণে অঙ্কিত ট্রাউট মাছেরা যেন সাঁতরে বেড়ায়;
খসেপড়া কাঠবাদামের খোসা জ্বলন্ত আঙ্গার মনে হয়
অনাবাদী ফালি ফালি জমিগুলো নৈসর্গিক দৃশ্য বাড়ায়;
আর সকল বাণিজ্য, বাণিজ্য পোত পাল তুলে এগিয়ে যায়।
সব কিছুই যেন আলাদা রকম ও বিস্ময়কর
আর সকলি যেন অনিত্য ও বিচিত্রে ভরা
ক্রমে গতিপায়, মিষ্টি ক্রমে হয় টক, আর উজ্জ্বলতা হয় নিষ্প্রভ;
আর আমাদের সদা জাগ্রত মাহান প্রভুর সৌন্দর্য কখনো হয় না ম্লান!
আর আমরা স্তুতিগান করি তাঁর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন