আন্তর্জাতিক বিভিন্ন গেমসে বাংলাদেশের জিমন্যাস্টরা বরাবরই ব্যর্থ। দেশে ভালো মানের খেলোয়াড় না থাকায় তাই প্রবাসীদের উপরেই ভরসা করতে হয় বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনকে। ২০১৪ সালে স্কটল্যান্ডের গ্লাসগো কমনওয়েলথ গেমসে ও দক্ষিণ কোরিয়ার ইনচনে এশিয়ান গেমসে যুক্তরাষ্ট্র প্রবাসী সাইক সিজার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপরে জিমন্যাস্টিক্স ফেডারেশন কর্মকর্তারা খুঁজে পান নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের হককে। চলতি বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত সিঙ্গাপুর ওপেনে ভল্টিং টেবিল ইভেন্টে বাংলাদেশের হয়ে রৌপ্যপদক জয় করেন আলী কাদের হক। কোয়ালিফাইং রাউন্ডে প্রথম হয়ে ফাইনালে উঠে হাড্ডাহাড্ডি লড়াই করে সামান্য ব্যবধানে হেরে রুপা জেতেন আলী। সিনিয়র বিভাগে দেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টেই পদক জিতেন তিনি। খেলেছেন হাঙ্গেরি ওপেন ও জুনিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। জুনিয়র তিনটি টুর্নামেন্টে অংশ নিয়ে এই প্রবাসী জিমন্যাস্ট বাংলাদেশকে ৪টি স্বর্ণপদক উপহার দিয়েছেন। যে কারণে তিনি জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। আসন্ন বার্মিংহাম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের তিন সদস্যের সিনিয়র দল অংশ নেবে। যে দলে আছেন ১৯ বছর বয়সী আলী কাদের হক। তাকে রাখা হয়েছে তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিতব্য ইসলামি সলিডারিটি গেমসের দলেও। এ প্রসঙ্গে বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু শনিবার বলেন, ‘আলী কাদের এ দুটি টুর্নামেন্টে অংশ নেওয়ার লক্ষ্যে নিউজিল্যান্ডেই ইংলিশ কোচ ডেভিড মাইকেল কলভিনের অধীনে অনুশীলন করছেন। ওই কোচের অর্ধেক বেতন দেন আলী কাদের হকের বাবা আকরামুল হক এবং বাকিটা দিচ্ছেন আমাদের সভাপতি শেখ বশির আহমেদ মামুন।’ বাংলাদেশ দলের অন্য দুই জিমন্যাস্ট শিশির আহমেদ ও আবু সাইদ রাফিকে দীক্ষা দিচ্ছেন দক্ষিণ কোরিয়ান কোচ চো সাং ডং। বিদেশি এই কোচকে দিয়েই বাকিদের কাছ থেকে ভাল ফল প্রত্যাশা করছেন ফেডারেশন কর্তারা। ৪০ বছর পর বাংলাদেশ জিমন্যাস্টিক্সে কোচের দায়িত্বে আসা চো সাং ডং অলিম্পিকে দক্ষিণ কোরিয়াকে স্বর্ণপদক জিতিয়েছেন। আলী কাদের হককে নিয়ে নিউজিল্যান্ড থেকে সরাসরি বার্মিংহাম যাবেন তার ইংলিশ কোচ ডেভিড মাইকেল কলভিন। বাকিরা বাংলাদেশ থেকে বার্মিংহাম যাবেন ২৫ জুলাই। কমনওয়েলথ গেমসে অংশ নেওয়ার পর বাংলাদেশের এই তিন জিমন্যাস্ট তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিতব্য ইসলামি সলিডারিটি গেমসে খেলবেন। বার্মিংহাম থেকে বাংলাদেশ জিমন্যাস্টিক দল ৬ আগস্টের মধ্যে তুরস্কের উদ্দেশ্যে রওয়ানা হবে। বাবলু আশা করছেন ইসলামি সলিডারিটি গেমসে পদক পাওয়ার। তার কথায়, ‘বার্মিংহাম কমনওয়েলথ গেমসে আমাদের জিমন্যাস্টদের কিছু পাওয়া সহজ হবে না। তবে ইসলামি সলিডারিটি গেমসে আমরা পদক আশা করছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন