শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে আগুন আতঙ্ক

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২২, ৪:৪২ পিএম

বরিশাল শের এ বংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারনে আগুন আতঙ্ক ছড়িয়ে পরায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী, স্বজন, ডাক্তার, নার্স নিচে নেমে আসেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন , হাসপাতালের নিচতলার লিফটের পাশে পরিচালকের কক্ষে যাওয়ার গেট সংলগ্ন বৈদ্যুতিক কন্ট্রোল বক্সে শণিভার সন্ধায় সর্ট সার্কিটের ঘটনা ঘটে। এঘটনায় পুরো হাসপাতালে আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। রোগী ও তার স্বজনরা দ্রুত নিচে নেমে আসলেও হাসপাতালের স্টাফরা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে সকল রোগীদের পুনরায় নিজ নিজ বেডে ফেত পাঠায়।

হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বহু বছরের পুরনো বৈদুত্যিক তার অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের কারণে প্রায়শই এমন ঘটনা ঘটছে। একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিদ্যুৎ লাইন পূণর্বািশনের অনুরোধ করা হয়েছে। কিন্তু কোন ফল হয়নি। আজও এমনটাই ঘটেছে। আমাদের স্টাফরা সকলেই ফায়ার সার্ভিসের প্রশিক্ষন প্রাপ্ত হওয়ায় অতি দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন